UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুখ্যাত মাদক সম্রাটের ছেলে গ্রেফতার, মেক্সিকোতে সংঘর্ষে সেনাসহ নিহত ২৯

pial
জানুয়ারি ৭, ২০২৩ ১২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট এল চ্যাপোর ছেলে ওভিদিও গুজম্যানকে গ্রেফতারের সময় সংঘর্ষে অন্তত ২৯ জনের প্রাণ গেছে।

শুক্রবার (৬ জানুয়ারি) মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী লুইস ক্রিসেনসিও সানদোভাল জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৯ জন মাদক গ্যাংয়ের সদস্য এবং ১০ জন সেনা সদস্য।

মেক্সিকোর নিরাপত্তা বাহিনী বৃহস্পতিবার গুজম্যানকে গ্রেফতার করে, এরপর থেকেই সিনালোয়া অঞ্চলে সহিংসতা ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় আরও ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো সাধারণ মানুষের প্রাণ যায়নি বলে দাবি করেছেন মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী।

সংঘাতের ফলে সিনালোয়ার কেন্দ্রীয় বিমানবন্দরটিও বন্ধ রাখা হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, গুজম্যানকে গ্রেফতার করে সামরিক বিমানে মেক্সিকো শহরে নিয়ে যাওয়া হয়। এরপর কুলিয়াকান শহরে মাদক চোরাচালানে জড়িত সদস্যরা বিমানবন্দরে হামলা, গাড়িতে আগুন ও রাস্তা অবরোধ করে তাণ্ডব চালায়। এতে দাঙ্গাকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়।

গুজম্যান নিজেকে তার বাবার সাবেক অপরাধী চক্র ‘সিনালোয়া কার্টলের’ নেতা বলে দাবি করতেন, সিনালোয়া কার্টল বিশ্বের অন্যতম বৃহৎ মাদক পাচারকারী দল। গুজম্যানের বাবা মাদকসম্রাট এল চাপো বর্তমানে যুক্তরাষ্ট্রে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।

(ঊষার আলো-এফএসপি)