UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক মানিক সাহার ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা প্রেসক্লাবের কর্মসূচি

pial
জানুয়ারি ১৪, ২০২৩ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি : খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক মানিক চন্দ্র সাহার ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল ১৫ জানুয়ারি-’২৩ (রবিবার) খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে : সকাল ১০.৫০ মিনিটে প্রেসক্লাব চত্বরে অবস্থিত শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে সাংবাদিক মানিক চন্দ্র সাহার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন।

এছাড়া বেলা ১১টায় ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হবে।
খুলন প্রেসক্লাবের সকল স্থায়ী ও অস্থায়ী সদস্যকে এসকল কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য ক্লাবের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)