UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অব্যাহত দমন-পীড়নের ঘটনায় মহিলা পরিষদের উদ্বেগ

ঊষার আলো ডেস্ক
আগস্ট ১, ২০২৪ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অব্যাহত দমন-পীড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। একইসঙ্গে এ ধরনের কার্যক্রম দেশের স্বাভাবিক পরিস্থিতিতে উত্তরণের অন্তরায় বলেও জানিয়েছে তারা।

বৃহস্পতিবার মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, আমরা নারী সমাজের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে বর্তমান পরিস্থিতি সমাধানের বার বার আহ্বান জানিয়েছি। এরপরেও গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, গতকালও শিক্ষার্থীদের কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ লোক প্রশাসন বিভাগের দুইজন শিক্ষিকা আক্রান্ত হয়েছেন। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ১৬ বছরের এক কিশোরকে গ্রেফতার করার পরে ১২দিন যাবত সে কারাগারে রয়েছে।

এই পরিস্থিতিতে বাংলাদেশ মহিলা পরিষদ মনে করে এই দমন-পীড়ন কার্যক্রম দেশের স্বাভাবিক পরিস্থিতিতে উত্তরণের অন্তরায়। মহিলা পরিষদ সরকারকে দেশের সংকটজনক পরিস্থিতি মোকাবিলায় দমন-পীড়ন বন্ধ করে আলোচনার পরিবেশ তৈরির আহ্বান জানাচ্ছে।