UsharAlo logo
সোমবার, ১১ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

এনএসআই কর্মকর্তা পরিচয়ে ঘুস নিতে গিয়ে গ্রেফতার

ঊষার আলো রিপোর্ট
আগস্ট ৪, ২০২৫ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের গুরুদাসপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা পরিচয়ে পাঁচ লাখ টাকা ঘুস নিতে গিয়ে গ্রেফতার হয়েছেন নাজমুল হোসেন সিপেন (৩২) নামের এক যুবক।

রোববার (৩ আগস্ট) রাতে গুরুদাসপুর মডেল মসজিদ এলাকায় টাকা গ্রহণকালে হাতেনাতে গ্রেফতার করা হয় তাকে।নাজমুল উপজেলার খামার নাচকৈড় এলাকার পশু হাসপাতালের কর্মচারী মকবুল হোসেনের ছেলে।

জানা গেছে, সপ্তাহ খানেক আগে উপজেলা খাদ্য কর্মকর্তাকে ফোন দেন নাজমুল। তার বিরুদ্ধে দুদকের দুর্নীতির অভিযোগ আছে বলে ভয়ভীতি দেখান।  বিষয়টি জেলা খাদ্য কর্মকর্তা রেজাউল হক খন্দকারকে জানান ভুক্তভোগী।  পরে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রধান সহকারী জুলহাস উদ্দিন কথিত এনএসআই কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি মীমাংসার জন্য পাঁচ লাখ টাকা দাবি করেন। সন্দেহ হলে তিনি জেলা এনএসআই কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

পরে পরিকল্পনা অনুযায়ী, রোববার রাতে জুলহাস উদ্দিন পাঁচ লাখ টাকা হাতে নিয়ে স্থানীয় এনএসআই সদস্যদের সহায়তায় গুরুদাসপুর পৌর এলাকার মডেল মসজিদের সামনে যান। টাকা নিতে এলে ঘটনাস্থল থেকেই সেনাবাহিনীর সহায়তায় নাজমুলকে আটক করা হয়।

গুরুদাসপুর থানার ওসি আসমাউল হক বলেন, নাজমুলের বিরুদ্ধে জেলা খাদ্য অফিসের প্রধান সহকারী জুলহাস উদ্দিন বাদী হয়ে মামলা করেছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঊষার আলো-এসএ