UsharAlo logo
বৃহস্পতিবার, ৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন

ঊষার আলো রিপোর্ট
আগস্ট ২, ২০২৫ ১১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লেগেছে। শনিবার (২ জুলাই) সকাল ১০টার দিকে ভবনটির পঞ্চম তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা আক্তার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা সকাল ১০টার দিকে আগুনের খবর পাই। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নেভাতে সেখানে ১১টি ইউনিট কাজ করছে।

তবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

ঊষার আলো-এসএ