UsharAlo logo
বৃহস্পতিবার, ৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের দ্বগ্ধ ৩, শিশুর মৃত্যু

ঊষার আলো রিপোর্ট
আগস্ট ৩, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর মহানগরীর টঙ্গীতে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে রায়হান নামে চার মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৩ আগস্ট) সকালে মিরের বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। দ্বগ্ধ অন্য দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

আহতরা হলেন মৃত রায়হানের বাবা মোহাম্মদ রিপন (২৫) ও মা হাফিজা আক্তার (২০)। বিস্ফোরণের পর প্রতিবেশীরা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসেন।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সকাল সাড়ে ৭ টার দিকে তিনজনকে দগ্ধ অবস্থায় নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চার মাসের শিশু রায়হানকে মৃত ঘোষণা করা হয়। শিশুটির বাবার শরীরের ৮০ শতাংশ এবং মায়ের শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানান তিনি। দগ্ধ দুজনেরই অবস্থা আশঙ্কাজনক।

ঊষার আলো-এসএ