UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঘন কুয়াশা, দিনেও হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি

ঊষার আলো
জানুয়ারি ৪, ২০২২ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলাসহ আশপাশের এলাকাগুলোতে বেড়েই চলেছে শীতের প্রকোপ। সারা দিনে হিমেল বাতাস আর তার সঙ্গে ঘন কুয়াশা তো রয়েছেই। ফলে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।মঙ্গলবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

মণ্ডল নামে একজন শ্রমিক জানান, শীতের কারণে সময়মতো কাজে যেতে পারছি না। শীত আর ঘন কুয়াশার কারণে বাসায় বসে আছি। শীত আর ঠাণ্ডা বাতাসের সঙ্গে ঘন কুয়াশার জন্য কিছু দেখা যাছে না। তাই মাঠ কাজে যেতে পারছি না।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, মঙ্গলবার দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৪ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪-৬ কিলোমিটার, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি ঘণ্টায় ১০-১২ কিলোমিটার পর্যন্ত উন্নীত হতে পারে।

তিনি আরও জানান, দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু কিছু স্থানের (পঞ্চগড়, সৈয়দপুর, পাবনা, নওগাঁ, চুয়াডাঙ্গা, শ্রীমঙ্গল) ওপর দিয়ে একটি মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। এ ছাড়া আরও বেশ কিছু স্থানের ওপর শৈত্যপ্রবাহের খুব কাছাকাছি তাপমাত্রা বিরাজ করছে।