UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ

ঊষার আলো
জানুয়ারি ৪, ২০২২ ১২:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট:  চট্টগ্রাম নগরীতে চকলেটের প্রলোভন দেখিয়ে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। খুলশি থানা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা। মোতালেব নামে স্থানীয় এক দোকানদার শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালিয়েছে বলে পরিবারের অভিযোগ।

জানা যায়, অভিযুক্ত মোতালেব দীর্ঘদিন ধরে শিশুটিকে বিভিন্ন সময় চকলেট দিয়ে সখ্য গড়ার চেষ্টা করছিলেন। বাবা-মা কর্মস্থলে গেলে ২ জানুয়ারি বেলা ১২টার দিকে বাসায় গিয়ে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করে মোতালেব। পরবর্তীতে অভিভাবক বাসায় ফিরলে শিশুটি তাদের কাছে ঘটনার কথা জানালে তারা পুলিশের দ্বারস্থ হয়।

এছাড়াও তাৎক্ষণিকভাবে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করানো হয়।খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা জানান, শিশু ধর্ষণের একটি অভিযোগ পেয়েছি। তাৎক্ষণিকভাবে আমরা শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়েছি। অভিযোগের সত্যতার প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেব।