UsharAlo logo
রবিবার, ১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

জনবল সংকটে চারাঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ঊষার আলো রিপোর্ট
জুলাই ৩০, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

জনবল সংকটে ধুঁকে ধুঁকে চলছে রাজশাহীর চারাঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। একদিকে চিকিৎসক সংকট তো অন্যদিকে হাসাপাতালের বিভিন্ন পদের কর্মচারী শূন্যতা।  পাশাপাশি ল্যাবের টেকনিশিয়ানের সংকট তো রয়েছে।  এতে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। হাসপাতালে আসা রোগীদের বাধ্য হয়ে যেতে হচ্ছে বাইরে। রোগ নির্ণয়ের জন্য রোগীদের যেতে হচ্ছে বিভিন্ন বেসরকারি হাসপাতালে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৫০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালে চিকিৎসকের পদ রয়েছে ৩৩টি।  এর মধ্যে শূন্য রয়েছে ২৪টি পদ। মাত্র ৯ জন চিকিৎসক দিয়ে চলছে হাসপাতালটি। ক্লিনার পাঁচজনের স্থলে রয়েছে একজন। আয়ার দুটি পদই শূন্য।  হাসপাতালটিতে প্রায় এক বছর ধরে কার্ডিওলজি, অর্থোপেডিক্স, সার্জারি, ইএনটি, অপথোমেলোজি ও সার্জারি বিভাগে চিকিৎসক নেই।  টেকনিশিয়ান ও অপারেটরের অভাবে পড়ে আছে এক্সরে ও ইসিজি।

এ হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসা নিতে আসা রোগীদের অভিযোগের অন্ত নেই।  তাদের অভিযোগ, পদে পদে ভোগান্তির শিকার হচ্ছেন তারা। চিকিৎসক সংকটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পরও কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাচ্ছে না।

হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে প্রায় ৫০০ রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। মাত্র ৯ জন চিকিৎসক দিয়ে রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হয় বলে জানিয়েছেন মেডিকেল অফিসাররা।  চিকিৎসকরা বলেন, সংকটের জেরে আমাদের অতিরিক্ত চাপ নিয়ে কাজ করতে হচ্ছে।

চারাঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে দাঁতের চিকিৎসা নিতে আসা রবিউল ইসলাম নামের এক রোগী বলেন, ‘নামে মাত্র ডেন্টাল ইউনিট রয়েছে। ডেন্টাল চিকিৎসার জন্য ন্যূনতম প্রাথমিক চিকিৎসা দেওয়ার সরঞ্জাম নেই। রোগীদের শুধু প্রেসক্রিপশন দেওয়া ছাড়া আর কোনো চিকিৎসা পাওয়া যায় না।’

উপজেলার মিয়াপুর গ্রামের মায়েন উদ্দীন বলেন, ‘হাসপাতালটিতে চিকিৎসাসেবার মান নেই বললেই চলে। এছাড়া দিনে কয়েকজন চিকিৎসকের দেখা মিললেও রাতে চিকিৎসকের দেখা মেলা ভার।’

চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. তৌফিক রেজা বলেন, ‘হাসপাতালে কনসালটেন্টসহ চিকিৎসক সংকটে রয়েছে। এতে সমস্যা তো হচ্ছেই। শতভাগ ইচ্ছে থাকলেও অতিরিক্ত চাপ ও দায়িত্ব নিয়ে চিকিৎসাসেবা দেওয়া কঠিন হয়ে পড়ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন শূন্যপদে নিয়োগে চাহিদা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। শিগগিরই চিকিৎসক সংকটের সমস্যা সমাধান করা হবে।’

ঊষার আলো-এসএ