UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে খুবির নবনিযুক্ত ট্রেজারারের শ্রদ্ধাঞ্জলি 

koushikkln
আগস্ট ২৭, ২০২২ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক :  ২৭ আগস্ট (শনিবার) বিকেল সাড়ে চারটায় খুলনা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারার অমিত রায় চৌধুরী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এবং উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরাকে সাথে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সেখানে বঙ্গবন্ধু ও তাঁর পিতা-মাতা এবং পনেরই আগস্টে শাহাদতবরণকারী সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে উপাচার্য, উপ-উপাচার্য এবং ট্রেজারার সেখানে রাখা পরিদর্শন বইতে অনভূতি ব্যক্ত করে মন্তব্য লেখেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. তরুণ কান্তি বোস, অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি এস এম মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মন্ডলসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।