UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে গৃহবধূর আত্মহত্যা

ঊষার আলো
জুন ১৭, ২০২১ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনায় ততিলি ওরফে খুশি (২২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৭ জুন) দুপুর ১২টায় নগরীর টুটপাড়া মেইন রোডের ৯৪/৩নং বাড়ির সিলিং ফ্যানের হুকের সাথে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। স্বামীসহ সে এ বাড়িতে ভাড়াটিয়া হিসেবে তারা থাকতো। খুশি পিরোজপুরের নাজিরপুর উপজেলার মৃত হারেজ শেখের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিতলি ওরফে খুশির স্বামীর নাম মোঃ কুদ্দুস খান (২৭)। সে পেশায় হোটেল ব্যবসায়ী। প্রায় তিন বছর আগে তাদের বিয়ে হয়। জুন মাসের শুরুতে ভাড়াটিয়া হিসেবে তারা আসে। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসান আল মামুন বলেন, ঘরের দরজা আটকিয়ে তিতলি ওরফে খুশি আত্মহত্যা করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, দাম্পত্য কলহের জেরেই সে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
(ঊষার আলো-এমএনএস)