UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মা হারালেন অক্ষয় কুমার

ঊষার আলো
সেপ্টেম্বর ৮, ২০২১ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া মারা গেছেন। তিনি বেশ কয়েক দিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মুম্বাইয়ের হীরানন্দানি হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়ের মৃত্যু সংবাদ জানান অভিনেতা নিজেই।

ফেসবুকে তিনি লিখেছেন, “আমার মা শ্রীমতী অরুণা ভাটিয়া আজ সকালে আমাদের ছেড়ে চলে গেছেন। মা আমার অস্তিত্বের শিকড় ছিলেন, এ বেদনা আমি সহ্য করতে পারছি না। আপনাদের প্রার্থনাই আমার পাথেয়।”

গতকাল মঙ্গলবার মাকে দেখতে ব্রিটেন থেকে শ্যুটিং ছেড়ে দেশে ফেরেন অক্ষয়। নেটমাধ্যমে অভিনেতা লিখেছিলেন, “খুবই কঠিন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আপনাদের প্রত্যেকের প্রার্থনা আমার ও আমার পরিবারের কাছে খুবই গুরুত্বপূর্ণ।”

(ঊষার আলো-এফএসপি)