UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মালয়ালম অভিনেতা মেঘনাথনের চিরপ্রস্থান

ঊষার আলো
নভেম্বর ২১, ২০২৪ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: ভারতের কোঝিকোড়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মালয়ালম অভিনেতা মেঘনাথন। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। অভিনেতার মৃত্যুতে মালয়ালম সিনেমা ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে।

প্রবীণ অভিনেতা বালান কে নায়ারের তৃতীয় ছেলে মেঘনাথন। ১৯৮৩ সালে ‘আস্তরাম’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। তিন দশকের ক্যারিয়ারে ৫০টিরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন এই অভিনেতা। যার বেশিরভাগই তুমুল সাড়া ফেলেছে দর্শক মহলে।

মেঘনাথনের উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো, ‘পঞ্চাগ্নি’, ‘চামায়ম’, ‘রাজাধনি’, ‘ভূমিগীথাম’, ‘চেঙ্কোল’, ‘মালাপ্পুরম’, ‘হাজি মহানয়া জোজি’, ‘প্রয়াইক্কারাপাপ্পান’, ‘উদ্যানপালকম’, ‘ই পুজায়ুম’, ‘কদন্নু’ ও ‘ভাস্তভাম’।

ঊষার আলো-এসএ