UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মেয়াদ বাড়ছে কেপিসিএলের দুই পাওয়ার প্ল্যান্টের

pial
এপ্রিল ১১, ২০২২ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি খুলনা পাওয়ারের (কেপিসিএল) দুই পাওয়ার প্ল্যান্টের মেয়াদ বাড়ানোর অনুমতি পেয়েছে। মন্ত্রিসভা ক্রয় কমিটি ‘নো ইলেকট্রিসিটি নো পেইমেন্ট’ ভিত্তিতে দুই বছরের জন্য খুলনা পাওয়ারের দুইটি পাওয়ার প্ল্যান্টকে বিদ্যুৎ ক্রয়ের অনুমতি দিয়েছে।

সোমবার (১১ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়। পাওয়ার প্ল্যান্ট দুটি হচ্ছে-কেপিসি ইউনিট ২, ১১৫ মেগাওয়াট প্ল্যান্ট, খুলনা ও কেপিসি ৪০ মেগাওয়াট নোয়াপাড়া, যশোর।

তার আগে কেপিসিএল বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) থেকে মৌখিকভাবে বিদ্যুৎ ক্রয়ের অনুমোদন পায়।

কোম্পানিটি আরও জানায়, বিপিডিবি মৌখিকভাবে পাওয়ার প্ল্যান্ট দুটির র্কাযক্রম শুরু করার অনুমোদন দিয়েছে। গত ২৪ মার্চ বিকাল থেকে পাওয়ার প্ল্যান্ট দুটির কার্যক্রম চালু হয়।

(ঊষার আলো-এফএসপি)