UsharAlo logo
বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় ফেসবুক আইডি দিয়ে সাংবাদিককে নিয়ে অপপ্রচার:থানায় অভিযোগ

koushikkln
মার্চ ২, ২০২২ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

মোংলা প্রতিনিধি : ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার মোংলা উপজেলা প্রতিনিধি মোঃ মারুফ হাওলাদার (বাবু) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েকটি আইডি দিয়ে ছবি এডিট করে অসত্য ও কুরুচিপূর্ণ কথাবার্তা লিখে ও বিভিন্ন রকম লিপলেট তৈরী করে তা দোকানে দোকানে লাগিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।
সাংবাদিক মারুফ হাওলাদার (বাবু) বলেন,এতে আমার এবং আমার পরিবার সামাজিকভাবে হয়রানির শিকার ও পরিবারে যে কোন ধরনের ক্ষতিসাধন হতে পারে বলে আশংকা করছেন সাংবাদিক মারুফ হাওলাদার (বাবু)।
এ বিষয়ে সাংবাদিক মোঃমারুফ হাওলাদার (বাবু) মোংলা থানায় মঙ্গলবার (১ মার্চ) দুপুরে একটি সাধারণ ডায়েরি করেছেন।
মোংলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম সাধারন ডায়েরির বিষয়টি নিশ্চিত করে জানান, অচিরেই এই সব ফেইক আইডি চালকদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
এ ভুয়া আইডি গুলোর চালকদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও তীব্র নিন্দা জানিয়েছেন মোংলা বন্দর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ,তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ।