UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক রাষ্ট্রপতি এরশাদের ২য় মৃত্যুবার্ষিকীতে খুলনায় আলোচনা ও দোয়া

ঊষার আলো
জুলাই ১৪, ২০২১ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা ডাকবাংলাস্থ জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে আজ (বুধবার) দুপুর সাড়ে ১২টায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি, সাবেক সেনা প্রধান, পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের ২য় মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে খুলনা মহানগর জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক, খুলনা কোর্টের প্রশাসনিক পিপি এ্যাড. মোঃ মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি খুলনা মহানগরের যুগ্ম আহবায়ক ও সোনাডাঙ্গা থানা সভাপতি শেখ নাজমুল কবির সাদী, যুগ্ম আহবায়ক ও সদর থানা সভাপতি তৈমুর হোসেন শাহীন, জাপা কেন্দ্রীয় নেতা ও নগর যুব সংহতির সভাপতি তোবারক হোসেন তপু, জাপা যুগ্ম আহবায়ক ও দৌলতপুর থানা আহবায়ক আশরাফুল ইসলাম সেলিম, খালিশপুর থানা জাপা আহবায়ক শরীফ মোঃ শাহজাহান, জাপা যুগ্ম আহবায়ক ও খানজাহান আলী থানা সভাপতি এস এম আনিসুর রহমান, সদর থানা জাপার সাধারণ সম্পাদক কাজী হাসানুর রশীদ রাসেল, সোনাডাঙ্গা থানা জাপার সাধারণ সম্পাদক কাজী শহিদুল কাদির উৎসব, খানজাহান আলী থানার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আজাদ, দৌলতপুর থানার সদস্য সচিব শেখ দেলোয়ার হোসেন, খালিশপুর থানা সদস্য সচিব সেলিম শিকদার, নগর স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব দেশ আহমেদ রাজু, সদর থানা জাপার সাংগঠনিক সম্পাদক মোস্তাফা কামাল রিপন, মহানগর জাপা নেতা মোঃ আলাউদ্দিন ফকির, মাহমুদ কাগজী, মোঃ বেলায়েত হোসেন, জান মোহাম্মদ, আব্দুর রশীদ, মোঃ সুমন হাওলাদার, গাজী মোশাররফ হোসেন, নগর ছাত্র সমাজের আহবায়ক মোঃ হাসান, সদস্য সচিব ইমানা আক্তার ইমু প্রমুখ। দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।

(ঊষার আলো-আরএম)