UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৭ হাজার ৪২৭ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ১৩, ২০২৪ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল) গত দুই মাসে (৮ সেপ্টেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত) ৪৪ কিলোমিটার অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ করেছে, যার ফলে প্রতিদিন প্রায় ২৬ লাখ টাকার গ্যাস সাশ্রয় হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) তিতাস গ্যাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, সেপ্টেম্বর থেকে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সর্বশেষ ১২ নভেম্বর কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬টি শিল্প, ৫টি বাণিজ্যিক ও ৫১টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এই অভিযানে এখন পর্যন্ত ১০৩টি শিল্প, ৬১টি বাণিজ্যিক এবং ৭২৬৩টি আবাসিকসহ মোট ৭,৪২৭টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অবৈধ গ্যাস ব্যবহার বন্ধে তিতাসের অভিযান অব্যাহত রয়েছে। কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, ফতুল্লা, চাষাঢ়া, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ, সাভার, কালিয়াকৈর, চন্দ্রা, জয়দেবপুর, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, আশুলিয়া, ভালুকা, ময়মনসিংহ ও মেঘনাঘাটসহ বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কোম্পানির জনবল দিয়ে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।